বরিশালে জাসদের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ এবং দুর্নীতি ও লুটপাটের রাজনীতি বন্ধ করার আহ্বান জানায় বক্তারা।
শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িক হামলা, জঙ্গি তালেবানী রাজনীতি ও সংস্কৃতিক রুখে দাড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনজাগরণ এবং দুর্নীতি-লুটপাট-দলবাজী রুখে দেয়ার শ্লোগান নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন।
জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা দুলাল চন্দ্র সাহা, ভোলা জেলা জাসদ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা জাসদ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, পটুয়াখালী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু।
বক্তব্য রাখেন মহানগর জাসদের সভাপতি তাজ মো. খান স্বপন ও সাধারণ সম্পাদক মোসলেম সিকদার এবং জেলা জাসদ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে সেখান থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।